
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কেপটাউন টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। প্রথম টেস্টে ধরাশায়ী হওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন। ৭ উইকেটে দ্বিতীয় টেস্ট জিতল ভারত। জয়ের জন্য ৭৯ রান প্রয়োজন ছিল। ৩ উইকেট হারিয়ে জয়সূচক রানে পৌঁছে যায় রোহিতরা। একদিনের ক্রিকেটের মেজাজে শুরু করেন যশস্বী জয়েসওয়াল, রোহিত শর্মারা। ১২ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। বেশ কয়েকটা ক্যাচ ফেলে প্রোটিয়ারা। মাত্র দেড় দিনেই শেষ টেস্ট। প্রথম টেস্ট অন্তত তিনদিন গড়িয়েছিল। কিন্তু দ্বিতীয় সেশনেই শেষ কেপটাউন টেস্ট। চায়ের বিরতি পর্যন্তও গড়ায়নি। ১৩ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ ড্র ভারতের। ২০১০-১১ সালে শেষবার সিরিজ ১-১ এ অমীমাংসিত ছিল। তারপর থেকে শুধুমাত্র হারের সম্মুখীন হতে হয়েছে ভারতকে।
প্রোটিয়াদের মাটিতে কমজোরী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবার সিরিজ জয়ের হাতছানি ছিল ভারতের সামনে। সুবর্ণ সুযোগ ছিল রোহিতদের। প্রোটিয়াদের টেস্ট ইতিহাসে এটাই সবচেয়ে কমজোরী দল। কিন্তু প্রথম টেস্টে তার ফায়দা তুলতে ব্যর্থ ভারত। তবে দ্বিতীয় তথা সিরিজ নির্ণায়ক টেস্টে দারুণ কামব্যাক। প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে দেয় ভারত। ৬ উইকেট নেন মহম্মদ সিরাজ। জোড়া উইকেট যশপ্রীত বুমরা এবং মুকেশ কুমারের। সবচেয়ে কম রানে বিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার রেকর্ড ভারতের। ২৩.২ ওভারে ৫৫ রানে শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। সর্বোচ্চ রান কাইলি ভেরেনের (১৫)। প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার সুযোগ থাকলেও সেটা কাজে লাগাতে পারেনি ভারত। ১৫৩ রানে অলআউট হয়ে যায় রোহিতরা। শুরুটা ভাল করলেও ৩৯ রানে ফেরেন ভারত অধিনায়ক। ৩৬ করেন শুভমন গিল। সর্বোচ্চ রান বিরাট কোহলির। কিন্তু অর্ধশতরানের আগে ৪৬ রানে আউট হন।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লজ্জার রেকর্ড ভারতের। ০ রানে ছয় উইকেট হারায়। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এর আগে কখনও শূন্য রানে ৬ উইকেট পড়েনি। এই প্রথম বিনা রানে ছয় উইকেট হারায় ভারত। কেপটাউনে টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি শূন্য করার রেকর্ডও ভারতীয় ব্যাটারদের। এগারোজনের মধ্যে ছ"জন শূন্যতে আউট হয়। তবে লজ্জার জোড়া রেকর্ড সত্ত্বেও ভারতকে ম্যাচে রাখেন মহম্মদ সিরাজ, মুকেশ কুমাররা। প্রথম দিনের শেষে ৬২ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। একদিনে ২৩ উইকেট পড়ে। দ্বিতীয় দিনের শুরুতেই চার উইকেট তুলে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন যশপ্রীত বুমরা। দ্বিতীয় ইনিংসে ভারতীয় পেসারের শিকার ৬ উইকেট। একা কুম্ভ রক্ষা করেন আইডেন মার্করাম। দলের এই পরিস্থিতিতে দুর্ধর্ষ শতরান। ১০৩ বলে ১০৬ রান করে আউট হন। ইনিংসে ছিল ২টি ছয়, ১৭টি চার। তাঁর ব্যাটে ভর করেই ভারতের জন্য ৭৯ রানের টার্গেট সেট করে দক্ষিণ আফ্রিকা। বিদায়ী টেস্টে ডাহা ব্যর্থ ডিন এলগার। দুই ইনিংসেই রান পাননি কেপটাউন টেস্টের অধিনায়ক।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?